Site icon Jamuna Television

কাশ্মীরে হামলার নির্দেশ দেন ‘জইশ-ই-মোহাম্মদ’ প্রধান মাসুদ আজহার, দাবি ভারতীয় গণমাধ্যমের

ভারতের জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় হামলার নির্দেশ দেন খোদ ‘জইশ-ই-মোহাম্মদ’ প্রধান মাসুদ আজহার। পাকিস্তানের সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি এ নির্দেশ দেন- এমন দাবি ভারতীয় গণমাধ্যমের। মুমূর্ষু আজহার গেল কয়েক মাস ধরেই রাওয়ালপিন্ডি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

ভারতীয় গণমাধ্যমের দাবি, হামলার ৮ দিন আগে বিচ্ছিন্নতাবাদীদের প্রস্ততির সময় অডিও বার্তা পাঠান তিনি। তাতে, ভাগ্নে উসমানের মৃত্যুর প্রতিশোধ নেয়ার নির্দেশ দেন তিনি।

গেলো অক্টোবরে ভারতীয় সেনা অভিযানে প্রাণ যায় উসমানের। এদিকে, কাশ্মির হামলার পর ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কায় পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে- এমন অভিযোগও তোলা হয়। যদিও ইসলামাবাদের দাবি, লোকসভা নির্বাচনকে সামনে রেখে এ হামলা সরকারের রাজনৈতিক ষড়যন্ত্র।

Exit mobile version