Site icon Jamuna Television

চট্টগ্রাম ও বান্দরবানে মৃদু ভূমিকম্প

দেশের উত্তর-পূর্বাঞ্চলের চট্টগ্রাম ও বান্দরবানের বেশ কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে এ মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

মৃত্তিকা গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুব ইসলাম জানান, সকাল ৯টার দিকে হঠাৎ মৃদু ভূ-কম্পনে কেঁপে ওঠে বান্দরবান শহরসহ আশপাশের এলাকা। ৪ থেকে ৫ সেকেন্ড স্থায়ী এ কম্পনে কোথাও কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে চট্টগ্রামেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের উৎপত্তি স্থল এবং রিকটার স্কেল সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে কম্পনটা বড়ই ছিল। আতঙ্কিত হয়ে স্থানীয় লোকজন ঘরবাড়ি থেকে দ্রুত রাস্তায় নেমে আসেন।

Exit mobile version