Site icon Jamuna Television

দুপুরে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে: তিতাস

রোববার দুপুরের মধ্যেই গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি (তিতাস)।এরই মধ্যে বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে বলে জানিয়েছে তিতাস।

তিতাস গ্যাস কোম্পানির পরিচালক মোস্তফা কামাল গণমাধ্যমকে জানান, রোববার সকালে গ্যাস পাইপলাইনের কাজ শেষ হয়েছে। সকাল ৮টার পর থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। দুপুর নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে।

শুক্রবার বিকালে সাভারের আশুলিয়া সিটি গেট স্টেশনে (সিজিএস) পাইপলাইন ফেটে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এ জন্য যে কারণে শনিবার সারা দিন গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।

শনিবার দুপুর ১২টা থেকে জিটিসিএল লাইন মেরামতের কাজ শুরু করে। রোববার সকাল থেকেই গ্যাস সরবরাহের কাজ শুরু হয়েছে।

Exit mobile version