Site icon Jamuna Television

রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ভোগান্তি

রাজধানী ঢাকায় সকালে দফায় দফায় শিলা বৃষ্টি হয়। ভোর ৬টা থেকে আকাশ ভারী মেঘে ঢেকে যায়। পরে সাড়ে ৭টার দিকে বৃষ্টি শুরু হয়। প্রথম দফায় প্রায় ২০ মিনিটের মতো বৃষ্টি হয়। বৃষ্টির সাথে শিলাও পড়ে। এরপর থেমে গিয়ে ৮টার পর আবারো মুষলধারে বৃষ্টি নামে। হঠাৎ বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়ে সকালে স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীরা। এ ছাড়া জীবিকার তাগিদে চাকরিজীবী, ব্যবসায়ী ও শ্রমজীবীরা ঘরের বাইরে বের হয়ে বিপাকে পড়েন।

বৃষ্টির কারণে যানবাহন কমে যাওয়ায় অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি। বৃষ্টিতে অনেকে কাকভেজা অবস্থায় গন্তব্যে পৌঁছেন।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে আজ রোববার সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ২৪ ঘণ্টা ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেলেও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Exit mobile version