Site icon Jamuna Television

শাহজালালে আগুন: দুটি তদন্ত কমিটি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগার ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল অ্যাভিয়েশন পৃথক দুটি তদন্ত কমিটি করেছে।

আজ শুক্রবার দুপুর ১টা ৩৭ মিনিটে টার্মিনাল ভবনের তৃতীয় তলায় সৌদি এয়ারলাইন্সের অফিসে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনা তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিভিল অ্যাভিয়েশন। সিভিল অ্যাভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া ফায়ার সার্ভিসও আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ঢাকা) দেবাশিষ বর্ধন, সহকারী পরিচালক (ঢাকা) মামুন মাহমুদ ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান।

বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) রাশিদা সুলতানা জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাশিদা সুলতানা আরও জানান, ফ্লাইট অবতরণ স্বাভাবিক রয়েছে। তবে উড্ডয়ন সাময়িক বন্ধ রয়েছে।

এই আগুনের কারণে আটকা পড়েছে কয়েকশো যাত্রী।

/কিউএস

Exit mobile version