Site icon Jamuna Television

টাকা দাবি করায় নটরডেম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়োগেনকে হত্যা

নটরডেম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়োগেন হত্যার ঘটনায় সবিতা নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। গতরাতে রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিকালে মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এতথ্য জানান র‍্যাব-৩ এর সিইও লে. কর্নেল এমরানুল হাসান। তিনি জানান, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং-এর সূত্রে জাফর নামে একজনের সাথে মনোমালিন্য হয় সবিতার। পরে জাফরের বিরুদ্ধে হয়রানির মামলা করে সবিতা। এবং মামলার সাক্ষী করা হয় ইয়োগানকে। মামলায় স্বাক্ষী হওয়ার কারণে বিভিন্ন সময় সবিতার কাছে টাকা দাবি করত। একপর্যায়ে ইয়োগেনের ওপর বিরক্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে সবিতা। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার ইয়োগেনকে বাসায় নিয়ে এলোপাতারি কুপিয়ে হত্যা করে সবিতা।

Exit mobile version