Site icon Jamuna Television

কুমিল্লায় ৩ কোচিং সেন্টার সিলগালা

কুমিল্লা ব্যুরো
এসএসসি পরীক্ষা চলাকালীন কোচিং কার্যক্রম বন্ধ রাখার নিষেধাজ্ঞা অমান্য করে ক্লাস চালু রাখায় কুমিল্লা নগরীতে র‍্যাব ও জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে ৩টি কোচিংয়ে সিলগালা ও অর্থদণ্ড করা হয়েছে।
রবিবার বিকেলে নগরীর ঝাউতলা এলাকায় অদিতি কোচিং, সরণি ও এফ.এম ম্যাথডে ক্লাস চলাকালীন সময় অভিযান পরিচালনা করা হয়।এসময় কোচিং তিনটি বন্ধ করে সিলগালা করে দেয়া হয়। একাডেমিক কোচিং পরিচালনার অভিযোগে সরণি কোচিং সেন্টারের পরিচালক আলাউদ্দিন খানকে ৭ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়।

জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু কিছু কোচিং সেন্টারের বিরুদ্ধে ক্লাস কার্যক্রম চালু রাখার অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ও র‍্যাবের যৌথ অভিযানে ৩টি কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এর আগেও একাধিক কোচিং সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ধারাবাহিক এই অভিযান অব্যাহত থাকবে এবং যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version