Site icon Jamuna Television

খেলাপি ঋণ কোনোভাবেই আর বাড়বে না: অর্থমন্ত্রী

খেলাপি ঋণ কোনোভাবেই আর বাড়বে না। শিগগিরি সমঝোতার মধ্য দিয়ে সংকটের সমাধান করা হবে। সংসদে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর সুদের হার কমানোর বিষয়ে বিরোধী দলীয় চিফ হুইপের এক প্রশ্নের উত্তরে সংসদে একথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

উত্তরে অর্থমন্ত্রী জানান ইতোমধ্যে ২১টি ব্যাংক সুদের হার এক সংখ্যায় নামিয়ে এনেছে। বাকীরাও কমিয়ে আনবে। এছাড়া ব্যাংক খাতকে ঋণ খেলাপির সংস্কৃতি থেকে বের করে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান অর্থমন্ত্রী।

Exit mobile version