Site icon Jamuna Television

ক্ষমা চাইলেও রাজনীতি করার অধিকার নেই জামায়াতের: হানিফ

মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে জাতির কাছে ক্ষমা চাইলেও এদেশে রাজনীতি করার অধিকার নেই দলটি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাবুবউল আলম হানিফের।

আজ রবিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে ঢাকা উত্তর সিটির উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে বিজয়ী করার লক্ষে মত বিনিময় সভায় একথা বলেন তিনি।

ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নিষ্ঠার সাথে দলের নেতা কর্মীদের কাজ করার আহ্বান জানান হানিফ।

সভায় আতিকুল ইসলাম বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের শক্তিকে বিজয়ী করার বিকল্প নেই। দলমত নির্বিশেষে সবার কাছে নেতাকর্মীদের ভোট প্রার্থনার কথা জানান মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

Exit mobile version