Site icon Jamuna Television

রাজধানীতে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজে গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ১২ ঘন্টা রাজধানীর বিভিন্ন এলাকায় বন্ধ থাকবে সবধরনের গ্যাস সরবরাহ।

আজ সোমবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যেসব এলাকায় বন্ধ থাকবে সরবরাহ-

মিরপুর, শ্যামলী, মনিপুরীপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, গনভবন, জাতীয় সংসদ ভবন, কলবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, বুয়েট, গ্রীনরোড, পুরান ঢাকা, বঙ্গভবন, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, বনশ্রী, নন্দিপাড়া, মগবাজার, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, মিন্টুরোড, তেজগাঁও, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, কমলাপুর এলাকা।

Exit mobile version