Site icon Jamuna Television

গোপন সফরে সৌদি আরবে ট্রাম্পের জামাতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাত ও সিনিয়র উপদেষ্টা জ্যারেড কুশনার এক গোপনীয় সফরে সৌদি আরব সফরে গিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ‘পলিটিকো’ এ তথ্য প্রকাশ করেছে।

মার্কিন কোনো নেতা বা কর্মকর্তা বিদেশ সফরে গেলে হোয়াইট হাউসের পক্ষ থেকে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়ে থাকে। কিন্তু কুশনারের রিয়াদ সফর নিয়ে কোনো ঘোষণা ছিল না।

পলিটিকো জানায়, একটি বাণিজ্যিক বিমানের ফ্লাইটে রিয়াদ পৌঁছান গত সপ্তাহের শেষ দিকে। তার সাথে ছিলেন মার্কিন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার দিনা পাওয়েল এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জেসন গ্রিনব্লাট। একই সময়ে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মুচিন সৌদি আরব সফরে থাকলেও তার সাথে কুশনার ও তার সফরসঙ্গীরা যোগ দেননি।

কী উদ্দেশ্যে কুশনারের এই অঘোষিত সফর, তা অবশ্য জানায়নি পলিটিকো।

Exit mobile version