Site icon Jamuna Television

ইজতেমায় দ্বিতীয় পর্বেও মুসল্লিদের ঢল, একজনের মৃত্যু

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ। এতে অংশ নিয়েছেন মাওলানা সা’দের অনুসারীরাসহ সাধারণ মুসল্লিরা। ইজতেমা ময়দানে প্রথম পর্বের মতোই মুসল্লিদের ঢল নেমেছে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে সকাল থেকে চলে দোয়া, জিকির আজকার।

দোয়ায় অংশ নেন দিল্লির মারকাজের মুরব্বি মুরসালিন; আর বাংলা তরজমা করেন কাকরাইল মসজিদের তাবলিগ জামাতের শুরা সদস্য শেখ আব্দুল্লাহ মনসুর।

বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা এদিন ফজর নামাজে অংশ নেন। নিজেদের পাশাপাশি দোয়া করেন দেশ ও জাতির জন্য। এদিকে গতকাল দিনভর ধোয়াশার পর রাতে মোনাজাতের সময়সীমার বিষয়টি সুরাহা করা হয়।

জানানো হয়, আগামীকাল মঙ্গলবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শেষ করবেন মাওলানা সাদপন্থীরা।

এদিকে গত রাতে মো. ইসমাইল হোসেন (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১টার দিকে বার্ধক্যজনিত রোগে তিনি খিত্তায় অসুস্থ হয়ে পড়েন। ওই মুসল্লিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

মো. ইসমাইল হোসেন বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার লেবু খানের ছেলে। ইজতেমা ময়দানের মাসলেহাল জামাতের জিম্মাদার ডা. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বাদ ফজর ইজতেমা ময়দানে মৃত মুসল্লির জানাজার নামাজ পড়ানো হয়।

Exit mobile version