Site icon Jamuna Television

পটুয়াখালীতে বাস উল্টে নিহত ১, আহত ২০

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পল্লিবিদ্যুৎ এলাকায় বাস উল্টে একজন নিহত ও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

আজ সোমবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা জানান, সকালে গলাচিপা থেকে পটুয়াখালী আসার পথে পল্লিবিদ্যুৎ এলাকায় ‘খান ক্লাসিক’ (ঢাকা মেট্রো-জ-০৪-০৭৯১) পরিবহনের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এসময় ওই বাসের সুপারভাইজার আনন্দ(৪০)কে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। নিহত আনন্দের গ্রামের বাড়ি আমতলী উপজেলার মহিষকাটা এলাকায়।

এছাড়া গুরুতর অবস্থায় শিশু, নারী ও শিক্ষার্থীসহ অন্তত ২০ জনকে পটুয়াখালী ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে চার বছরের এক শিশু মূমূর্ষ অবস্থায় বর্তমানে ওটিতে রয়েছে। দুর্ঘটনায় শিশুটির এক হাত বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানান মেডিকেল কর্তৃপক্ষ।

Exit mobile version