Site icon Jamuna Television

হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ১৪ জনকে কারাগারে প্রেরণ

নির্বাচনে ভোটকেন্দ্রে সহিংসতার ৪ মামলায় হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছসহ ১৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমজাদ হোসেনের বেঞ্চে বিএনপির ৩৭ নেতাকর্মীর জামিন আবেদন করা হয়। আদালত গউছসহ ১৪ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন গউছ। ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে সহিংসতার অভিযোগে ৪টি মামলায় আসামি হন তিনি। এসব মামলায় উচ্চ আদালত থেকে এতোদিন আগাম জামিনে ছিলেন জি কে গউছ।

Exit mobile version