Site icon Jamuna Television

ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত সাবমেরিন উদ্বোধন করল ইরান

ফাতেহ নামে ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত নিজ দেশে তৈরি একটি সাবমেরিন উদ্বোধন করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ।

দেশটির প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার লক্ষ্যে সমরাস্ত্র বিশেষজ্ঞরা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে সাবমেরিনটি নির্মাণ করেছেন। খবর আনাদোলুর।

ইরানে প্রথমবারের মতো নির্মিত এই সাবমেরিন ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন ও তা নিক্ষেপ করতে পারে। এ ছাড়া, ৫২৭ টন ওজনের এই সাবমেরিনকে টর্পেডো এবং নৌ-মাইনের মতো সমরাস্ত্রেও সজ্জিত করা হয়েছে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বন্দরনগরী বান্দার আব্বাসে রোববার ওই অত্যাধুনিক সাবমেরিন ফাতেহ উদ্বোধন করা হয়।

সাবমেরিনটি সাগরপৃষ্ঠ থেকে অন্তত ২০০ মিটার গভীরে টানা প্রায় পাঁচ সপ্তাহ থাকতে সক্ষম। ইরানে নির্মিত সাবমেরিন ফাতেহকে গাইডেড-ক্ষেপণাস্ত্র ব্যবস্থায়ও সজ্জিত করা হয়েছে। সেইসঙ্গে এতে রয়েছে অত্যাধুনিক রাডার ব্যবস্থা যা শত্রু জাহাজকে শনাক্ত করতে সক্ষম।

এর আগে গত বছরের নভেম্বরে ইরানে নির্মিত গাদির-শ্রেণির সাবমেরিন উদ্বোধন করা হয়। ওই সাবমেরিন ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, টর্পেডো এবং মাইনে সজ্জিত ছিল।

Exit mobile version