Site icon Jamuna Television

হলের বাইরে ভোটকেন্দ্রের দাবিতে ভিসির কার্যালয় ঘেরাও

ডাকসু নির্বাচনে হলের বাইরে কেন্দ্রসহ নানা দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে প্রগতিশীল ছাত্রজোট।

সকাল থেকেই ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নেয় ছাত্রজোটের নেতাকর্মীরা। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করে তারা। এসময় ডাকসু নির্বাচন সামনে রেখে ৬টি দাবি পূরণের আহ্বান জানান ছাত্রজোটের নেতারা। দাবিগুলোর মধ্যে আরও আছে, ক্যাম্পাস ও হলগুলোকে সন্ত্রাস মুক্ত করা, সব ধরণের নির্যাতনের বিচার, মেধার ভিত্তিতে প্রথম বর্ষ থেকেই বৈধ সিটের ব্যবস্থা করা। এর আগে ক্যাম্পাসে মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট।

Exit mobile version