Site icon Jamuna Television

বুড়িগঙ্গা দখলমুক্ত করতে আজও উচ্ছেদ অভিযান

বুড়িগঙ্গা দখলমুক্ত করতে আজও উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। সকাল থেকে বিকেল পর্যন্ত মোহাম্মদপুরের বছিলা এলাকায় নদী দখল করে গড়ে তোলা শতাধিক স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।

নদীর সীমানা প্রাচীরের ভেতর থাকা সকল স্থাপনা উচ্ছেদে অভিযান চলবে বলেও জানায় বিআইডব্লিউটিএ। সব পক্ষকে আগাম নোটিশ দিয়েই এই উচ্ছেদ চলছে বলে জানিয়েছে দায়িত্বশীলরা। এসব স্থাপনা উচ্ছেদের পর অবৈধ ভাবে নদী দখল করে গড়ে উঠা বিভিন্ন হাউজিং কোম্পানির বিরুদ্ধেও অভিযান চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটি। নদী দখলমুক্ত করতে ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা।

Exit mobile version