Site icon Jamuna Television

অধ্যাপক মাকসুদ কামাল নীল দলের আহ্বায়ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের নতুন আহ্বায়ক হয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বর্তমান সভাপতি ও আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

আজ সোমবার দুপুরে টিএসসির শিক্ষক লাউঞ্জে নীল দলের এক সাধারণ সভার সিদ্ধান্তক্রমে তিনি এই আহ্বায়ক মনোনীত হন। সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী, এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

এছাড়া কমিটির দুইজন যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবু হোসেন মুহম্মদ আহসান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।

অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বর্তমান ও তিনবারের নির্বাচিত সভাপতি।

Exit mobile version