Site icon Jamuna Television

আরব বিশ্বে প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী

এই প্রথম মধ্যপ্রাচ্যের কোন দেশে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন কোন নারী। প্রথমবারের মতো লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে রায়া হাফার আল হাসানকে। এর মাধ্যমে আরব বিশ্বে প্রথম কোন নারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছে।

এরআগে রায়া হাফার আল হাসান ২০০৯-১১ মেয়াদে লেবাননের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রায়া ছাড়াও এবার লেবাননের মন্ত্রিপরিষদে ঠাঁই হয়েছে আরও তিন নারীর।

এর মাধ্যমে লেবাননের পুরুষ সংখ্যাগরিষ্ঠতা থাকা রাজনৈতিক মঞ্চে বাড়ল নারীর দৃষ্টিগ্রাহ্য উপস্থিতি।

Exit mobile version