Site icon Jamuna Television

সালমান মুক্তাদিরের খোঁজ চাইলেন আইসিটি মন্ত্রী

এবার বিতর্কিত ইউটিউবার সালমান মুক্তাদিরকে খুজছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তাফা জব্বার।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক এ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসের মাধ্যমে একথা জানান মন্ত্রী নিজেই।

পোস্ট করা ওই স্ট্যাটাসে মন্ত্রী লিখেন ‘কেউ কি সালমান মুক্তাদিরের আজকের অবস্থা জানাতে পারবেন?’।

প্রতিবেদনটি লিখা পর্যন্ত মন্ত্রীর এই স্ট্যাটাস শেয়ার হয়েছে ৬৮৫ বার, তাতে রিয়েক্ট করেছে সাড়ে ৩ হাজারের অধিক ফেসবুক ব্যবহারকারী এবং তাতে মন্তব্য করেছে ৯৪ জন ব্যবহারকারী।

অন্যদিকে মন্ত্রীর ওই স্ট্যাটাসের পর ইউটিউবে সালমান মুক্তাদিরের প্রকাশিত সর্বশেষ বিতর্কিত ভিডিও ‘অভদ্র প্রেম’র মিউজিক ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে সালমান মুক্তাদির তার ইউটিউব চ্যানেলে ‘অভদ্র প্রেম’ টাইটেলে একটি বিতকির্ত ভিডিও টিজার প্রকাশ করেন। ওই ভিডিও নিয়ে সমালোচনার মুখে পড়েন সালমান মুক্তাদির।

Exit mobile version