বলিভিয়ার পোতোসি শহরে বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৪ আরোহী। আহত ১৫ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘাত হয় রাস্তার পাশে রাখা একটি ট্রাকের। কারণ, ট্রাকটির হেডলাইট জ্বালানো ছিলো না আর আলো স্বল্পতার কারণেই হয় মুখোমুখি সংঘাত। এতে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের নদীতে যেয়ে পড়ে। দুমড়ে-মুচড়ে যায় পুরো বাস; একাংশে ছড়িয়ে পড়ে আগুন। আরোহীদের কয়েকজনকে জীবিত উদ্ধার করা গেলেও; প্রাণ হারান চালকসহ বেশিরভাগ মানুষ। পরিচয় নিশ্চিতের জন্য মরদেহগুলো স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

