Site icon Jamuna Television

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মাওলানা সা’দ পন্থিদের বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হলো মাওলানা সা’দ পন্থিদের বিশ্ব ইজতেমা। মোনাজাত পরিচালনা করেন দিল্লি মারকাজের মাওলানা মোহাম্মদ শামীম। মোনাজাতে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।

সকাল সোয়া ১০টটায় মোনাজাত শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে মোনাজাত শুরু হয়নি। মোনাজাতে যোগ দিতে ইজতেমা মাঠ ছাড়াও এর আশাপাশের এলাকায় জড়ো হতে শুরু করেন মুসল্লিরা।

এর আগে ফজর নামাজের পর থেকে দ্বীনের দাওয়াতি বয়ান করেন তাবলীগের মুরব্বিরা। মুসল্লিরা মসগুল থাকেন আল্লাহ’র সন্তুষ্টির জন্য জিকির আসকারে। দ্বিতীয় দফার ইজতেমায় অংশ নিতে রোববার থেকে তারা ময়দানে অবস্থান করেন। আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় সব ধরণের প্রস্তুতি।

Exit mobile version