Site icon Jamuna Television

সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শাজাহান খানকে দেয়া হাস্যকর: রিজভী

সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সাবেক মন্ত্রী শাজাহান খানকে দেয়া হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, যে লোক সড়কে দুর্ঘটনা ঘটার জন্য দায়ী সে যদি শৃঙ্খলার দায়িত্ব পান সেটা জনগণের জানমালের সাথে প্রতারণা।

এছাড়াও নতুন তিনটি ব্যাংক বিষয়ে তিনি বলেন, ব্যাংক দিয়ে জনগণের টাকা লুটের নতুন ব্যবস্থা করছে সরকার। বিকল্প কোন ব্যবস্থা না করে গ্যাস সরবরাহ বন্ধ করা প্রহসন মাত্র বলেও উল্লেখ করেন তিনি। সবশেষ ২১ ফেব্রুয়ারির দিন বিএনপির নানা কর্মসূচির কথা জানান তিনি।

২১ ফেব্রুয়ারির বিএনপির কর্মসূচি

সকালে ৬ টায় কালো ব্যাজ ধারণ করে আজিমপুরে শহীদদের কবর জেয়ারত এবং শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন।

বিকাল ৩ টায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এ আলোচনা সভা।  সারাদেশে শহীদ দিবস উপলক্ষে স্থানীয় পর্যায়ে কর্মসূচি গ্রহণ।

Exit mobile version