Site icon Jamuna Television

হাসপাতালের ডাস্টবিনে ৩১ মানব ভ্রুণ উদ্ধারে তদন্ত কমিটি গঠন, বরখাস্ত ২

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিন থেকে ৩১ মানব ভ্রুণ উদ্ধারের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে দুই জনকে।

তারা হলেন গাইনী বিভাগের প্রধান ডা. খুরশিদ জাহান আর ওয়ার্ড ইনচার্জ জোসনা বেগম। আর তিন সদস্যের কমিটির মধ্যে প্রধান করা হয়েছে সার্জারি বিভাগের প্রধান ডা. জহিরুল হক মানিককে। এছাড়া কমিটির অন্য দু’জন সদস্য হলেন ডা. ফয়জুল বাশার ও ডা. ইমতিয়াজ উদ্দিন।

গতকাল রাত ৯টার দিকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা হাসপাতালের ডাস্টবিনে ভ্রুণগুলো উদ্ধার করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া ভ্রুণগুলো ২৫ বছরের পুরনো। ফরমালিন দিয়ে সংরক্ষিত ভ্রুণগুলো গাইনি বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

Exit mobile version