Site icon Jamuna Television

বিএনপি নেতৃত্বের বেহাল দশা, তৃণমূল কারো কথাই মানে না: ওবায়দুল কাদের

বিএনপি নেতৃত্বের যে বেহাল দশা, তাতে তৃণমূল কারো কথাই মানে না। দলটি মামলা করতে করতে নিজেরাই পঙ্গু হয়ে যাবে।

রাজধানীর সড়ক ভবনে কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এই মন্তব্য করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ঐক্যফ্রন্টের গণশুনানি, গণতামাশা হলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সোহরাওয়ার্দী উদ্যান খোলা আছে, বাধা দেয়ার কোন কারণ নেই।

১৪ দল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শরিকদের সমালোচনা ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে। কেননা সমালোচনার বিশ্লেষণ করেই ভুল-ত্রুটি দূর করা সম্ভব।

Exit mobile version