Site icon Jamuna Television

সাঈদী পুত্র মাসুদকে কারাগারে প্রেরণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আজীবন সাজাপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীকে কারাগারে পাঠিয়েছে পিরোজপুরের একটি আদালত।

দুপুরে বিস্ফোরক আইনে করা মামলায় জামিন আবেদন করলে অতিরিক্ত জেলা দায়রা জজ শামসুল হক তা নামঞ্জুর করেন।
এর আগে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।

মামলার এজাহারে বলা হয়েছে, গেল ২৫ ডিসেম্বর মাসুদ সাঈদী উপজেলার সাঈদ খালীতে একটি বাড়িতে বসে জামায়াত নেতাদের নিয়ে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা ও কয়েকটি ককটেলসহ দুজনকে আটক করে। কিন্তু পালিয়ে যায় উপজেলা চেয়ারম্যান। এ ঘটনায় পরদিন বিস্ফোরক আইনে মাসুদ সাঈদীর নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের নামে মামলা করেন।

Exit mobile version