Site icon Jamuna Television

বাংলাদেশের গণমাধ্যম অন্যান্য দেশের তুলনায় অনেক স্বাধীন: তথ্যমন্ত্রী

বাংলাদেশের গণমাধ্যম অন্যান্য দেশের তুলনায় অনেক স্বাধীন। তাই গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভারত, নেপাল ও শ্রীলঙ্কার প্রেস কাউন্সিলের নেতাদের সঙ্গে এক বৈঠকে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, ভুল সংবাদ প্রচার করায় যুক্তরাজ্যে অনেক গণমাধ্যম বন্ধ হয়ে গেছে। অনেক কর্মকর্তাকে পদত্যাগ করতে হয়েছে এবং জরিমানাও গুনতে হয়েছে অনেক প্রতিষ্ঠানকে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত এ ধরনের কোনও ঘটনা ঘটেনি বলে জানান তথ্যমন্ত্রী।

Exit mobile version