Site icon Jamuna Television

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ইয়ামিন আব্দুল গাইয়ুমকে গ্রেফতারের নির্দেশ

দুর্নীতির মামলায় মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ইয়ামিন আব্দুল গাইয়ুমকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। পর্যটন খাতে সরকারি মালিকানাধীন দ্বীপ বরাদ্দে ১০ লাখ ডলার ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একই অভিযোগে আরও দুই মন্ত্রীকেও বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ।

পাঁচ বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পর, গেল সেপ্টেম্বরের নির্বাচনে পরাজিত হন ইয়ামিন। ২০০৮ সালে দেশটিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর এটি ছিল সব রাজনৈতিক দলের অংশগ্রহণে তৃতীয় নির্বাচন। সেসময় তার সরকারের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, ক্ষমতার অপব্যবহার আর বিরোধীদের ওপর নিপীড়নেরও অভিযোগ ওঠে।

Exit mobile version