Site icon Jamuna Television

বুড়িগঙ্গায় উচ্ছেদ অভিযানে বাধা দেয়ায় ছাত্রলীগ নেতা আটক

বুড়িগঙ্গা তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা দেয়ায় আসাদুজ্জামান তালুকদার লাবু নামে স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আজ বিকালে মোহাম্মাপুরের বসিলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আজ মঙ্গলবার সকাল থেকে চতুর্থ পর্যায়ের অভিযানের দ্বিতীয় দিন বুড়িগঙ্গা নদীর বসিলা অংশে উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডাব্লিউটিএ। অভিযানের এক পর্যায়ে বসিলা আমিন মোমেন হাউজিং এলাকায় উচ্ছেদে বাধা দেন লাবু।

এর আগে ১৪ ফেব্রুয়ারি উচ্ছেদে আগে অবৈধ স্থাপনা পরিদর্শনে গেলে সেখানে বিআইডাব্লিউটিএ কর্মকর্তাদের বাধা দেন স্থানীয় দুই নেতা। পরে তাদেরও আটক করা হয়।

সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘আমরা অভিযান পরিচালনা করছিলাম। তিনি এসে কাজে বাধা দেন৷ সরকারি কাজে বাধা দেয়ার কারণে তাকে আটক করেছি। তিনি ছাত্রলীগ নেতা কি না সেটা আমরা জানি না।’

Exit mobile version