Site icon Jamuna Television

ঐক্যফ্রন্টের গণশুনানিতে ডাকা হবে না জামায়াতকে, আমন্ত্রণ করা হবে বাম দলগুলোকে

সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি দু’দিন এগিয়ে ২২ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে। এর আগে ২৪ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিলো।

মঙ্গলবার বিকালে ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

ঐক্যফ্রন্ট নেতারা জানান, গণশুনানির স্থানের জন্য কোথাও অনুমতি না পাওয়ায়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে করার সিদ্ধান্ত হয়েছে। সকাল ১০টায় শুরু হবে শুনানি।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের শরিক জামায়াতকে এই গণশুনানিতে আমন্ত্রণ জানানো হবে না জানিয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা। তবে ঐক্যফ্রন্টের সাথে সম্পৃক্ত দল ছাড়া বাম সংগঠনগুলোকেও আমন্ত্রণ জানানো হবে। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরাই অনিয়ম চিত্র তুলে ধরবেন বলে জানান ড. কামাল হোসেন।

Exit mobile version