Site icon Jamuna Television

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

টানা তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হবার পর প্রথম বিদেশ সফর শেষে আজ ঢাকা ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৌনে সাতটার দিকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে দেশে অবতরণ করে।

প্রথমে জার্মানি হয়ে দেশে ফেরার পথে তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করেন। দেশ দুটিতে ছয় দিনের সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির মিউনিখে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দেন।

এরপর তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি প্রতিরক্ষা প্রদর্শনীতে যোগ দেন। মতবিনিময় করেন আমিরাতে বসবাসকারী প্রবাসীদের সাথে। এসময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে প্রবাসীদের বিনিয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Exit mobile version