Site icon Jamuna Television

শপথ নিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা

শপথ গ্রহণ করেছেন একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার কিছু পরে জাতীয় সংসদ ভবনে ৪৯ নারী সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

গত রোববার সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচিত ৪৯ সংসদ সদস্যের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির সালমা ইসলামসহ চারজন, ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্র থেকে একজন। তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

Exit mobile version