Site icon Jamuna Television

বসানো হলো পদ্মা সেতুর অষ্টম স্প্যান

অবশেষে বসানো হলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর অষ্টম স্প্যান।

সকাল সাড়ে ৮টায় স্প্যান বসানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে তা স্থগিত করা হয়। কুয়াশা কেটে যাওয়ার পর বুধবার দুপুরে ৩৫ ও ৩৬ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানোর কাজ শুরু হয়।

এই সপ্তম স্প্যান বসানোর ফলে দৃশ্যমান হল সেতুর সোয়া এক কিলোমিটার।

এর আগে শক্তিশালী ভাসমান ক্রেন তিয়ানি হাউ মাওয়ার মুন্সীগঞ্জের কুমারভোগের বিষেশায়িত জেডি থেকে মঙ্গলবার সকাল ১০টায় স্প্যানটি নিয়ে জাজিরা পয়েন্টে পৌঁছায়। সেতু কর্তৃপক্ষ দাবি করছে, সেতুর প্রায় ৭২ শতাংশ কাজ শেষ হয়েছে। এটি বসানোর ফলে ৭৫ শতাংশ কাজ শেষ হলো।

২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যান, ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যান, ১০ মার্চ তৃতীয় স্প্যান, ১৩ এপ্রিল চতুর্থ স্প্যান, ২৯ জুন পঞ্চম স্প্যান বসানো হয়। এবং গত ২৩ জানুয়ারি ষষ্ঠ স্প্যানটি বসানো হয়।

সপ্তম স্প্যান বসানোর সংবাদে পদ্মাপাড়ের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। এ ছাড়া মাওয়া পয়েন্টের দিকে গত বছরে আরও একটি স্প্যান ৪ ও ৫ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে।

সেতু বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর বলেন, আগামী ২-৩ মাসের মধ্যে আরও স্প্যান বসানো হবে। চলতি বছরের মধ্যে সবকটি স্প্যান বসিয়ে সেতুটি দৃশ্যমান করে তুলব।

Exit mobile version