Site icon Jamuna Television

অসুস্থতার কারণে আদালতে হাজির হননি খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি।

নাইকো দুর্নীতি মামলায় অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাই, শুনানির পরবর্তী তারিখ ৩ মার্চ ধার্য করেছেন আদালত।

সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। কিন্তু, খালেদা জিয়ার অসুস্থতার কারণে সুচিকিৎসার দাবি জানান তার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ। তাই পূর্ণাঙ্গ শুনানি হয়নি। মওদুদ আহমদ আদালতকে বলেন, কোনভাবেই যেন রাষ্ট্র বা কারা কর্তৃপক্ষ খালেদা জিয়াকে আদালতে আসতে বাধ্য না করে।

Exit mobile version