Site icon Jamuna Television

পদত্যাগ ও ক্ষমা চাওয়ার কৌশল নিয়েছে জামায়াত: তথ্যমন্ত্রী

জামায়াত ক্ষমা চাইলেও মুক্তিযুদ্ধের বিরোধিতা এবং নারী নির্যাতনের জন্য কখনো দায়মুক্তি পাওয়ার অধিকার রাখে না। বলেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

চাপের কারণে পদত্যাগ ও ক্ষমা চাওয়ার কথা কৌশল নিয়েছে জামায়াত। জাতীয় জাদুঘরে ‘গণতান্ত্রিক অভিযাত্রায় শেখ হাসিনা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দলটিকে রাজনীতি করার এবং জাতীয় পতাকা দেয়ার অপরাধে বিএনপিকেও ক্ষমা চাইতে হবে বলে দাবি জানান তিনি। এসময়, ভয় না পেয়ে বিএনপিকে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান তথ্যমন্ত্রী।

Exit mobile version