Site icon Jamuna Television

নেত্রকোণায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা

পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলায় স্ত্রী বিউটি আক্তারকে (২৬) হত্যার দায়ে স্বামী রাসেল মিয়াকে (৩৫) যাবজ্জীবন কারদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। নেত্রকোণা জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা বুধবার আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিহারী ইউনিয়নের বালিয়াজুরা গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে রাসেল মিয়া।

আদালত সূত্রে মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিহারী ইউনিয়নের বালিয়াজুরা গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে রাসেল মিয়া বিগত ৬ বছর পূর্বে কাশিপুর গ্রামের দুলাল মিয়ার মেয়ে বিউটি আক্তারকে বিয়ে করে। তাদের দাম্পত্য জীবনে দুটি সন্তান জন্ম নেয়। ঘটনার কিছুদিন পূর্বে বিউটি পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর বিগত ২০১৭ সালের ১১ জুলাই এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। ঝগড়ার এক পর্যায়ে স্বামী রাসেল ধারালো দা দিয়ে স্ত্রী বিউটি আক্তারকে কুপিয়ে হত্যা করে। ওইদিন রাতেই নিহতের পিতা দুলাল মিয়া বাদী হয়ে জামাতা রাসেল মিয়াকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছর ৬ সেপ্টেম্বর রাসেল মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। বিজ্ঞ বিচারক ৯ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি রাসেল মিয়ার বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি ইফ্তেখার উদ্দিন আহাম্মদ মাসুদ আর আসামি পক্ষের মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট দিলোয়ারা বেগম।

Exit mobile version