Site icon Jamuna Television

বাড়িতেই নয়, আগুন লেগেছে গাড়িতেও

রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ওই ভবনে বুধবার দিবাগত রাত ১০টা ৪০ মিনিটে আগুন লাগে। চারতলা ওই বাড়ির নিচে গোডাউন থাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে যায় বাড়ি এবং পাশের রাস্তায় পার্কিং করা গাড়িতেও।

শুধু তাই নয়, রাজ্জাক ভবনের লাগোয়া আট তলা ভবনেও আগুন লাগে। বাড়ি আর গাড়িই নয় পুড়েছে বাড়িতে বসবাসকারী মানুষ, পাশের হোটেলের কর্মচারীসহ খানাপিনায় ব্যস্ত মানুষও। এসময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি করলে বেশ কয়েকজন আহত হন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র সাঈদ খোকন ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম। সিটি মেয়র সাঈদ খোকন বলেন, ফায়ার সার্ভিসের শতাধিক কর্মীসহ অনেকেই এখানে কাজ করছেন। দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, যাতে করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি।

এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, যারা আহত হয়েছেন তাদের যথাযথ চিকিৎসা দেয়া হবে। আগুন নিয়ন্ত্রণে আসার পর আমরা ঘটনার তদন্ত করব। কেন, কিভাবে আগুন লেগেছে সে সম্পর্কে জানাতে পারব।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনালের আলী আহাম্মেদ খান বলেন, আগুন লাগার পর থেকেই পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের অন্তত ৩৭টি ইউনিটের দুইশতাধিক ফায়ার ফাইটার্স কাজ করছে। গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত।

Exit mobile version