Site icon Jamuna Television

কি কারণে আগুনের সূত্রপাত তা পরিষ্কার হতে হবে: ওবায়দুল কাদের

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ওবায়দুল কাদের বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তা দেবে সরকার। দায়ীদের বিরুদ্ধেও নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা শেষ কথা বলতে পারছি না। তদন্ত করলেই বুঝা যাবে ঘটনাটা আসলে কি কারণে ঘটেছে। কি কারণে আগুনের সূত্রপাত তা পরিষ্কার হতে হবে। শেখ হাসিনার সরকার ক্ষতিগ্রস্তদের পাশে আছেন। শেষ পর্যন্ত পাশে থাকবেন। সব ধরনের সর্বাত্মক সহযোগিতা করবেন। পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকার পাশে থাকবে।

রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের এক ভবনে বুধবার দিবাগত রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। এতে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

Exit mobile version