Site icon Jamuna Television

চকাবাজার অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য তামিমের প্রার্থনা

রাজধানীর চকবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহত হয়েছে। এই ঘটনা গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছে। বিষয়টি বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের হৃদয়কেও নাড়া দিয়েছে।

গেল বুধবার রাতে চকবাজারের নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনে চারতলা বাড়িসহ কয়েকটি ভবনে আগুন লাগে। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। আল্লাহ যেন ভূক্তভোগীদের শক্তি দেন সেই প্রার্থনা করেছেন তামিম।

বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দেন তামিম। তাতে তিনি লেখেন, চকবাজার অগ্নিকাণ্ডে ভূক্তভোগীদের জন্য প্রার্থনা। আল্লাহ তাদের ধৈর্য ধরার শক্তি দেন।

এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হয়েছে ধবলধোলাই। সেই তিক্ত স্মৃতি তাজা থাকতেই চকবাজার দুর্ঘটনার খবর পেলেন তামিম।

Exit mobile version