Site icon Jamuna Television

ট্রাম্পের প্রচারণা উপদেষ্টার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণা প্রধান পল ম্যানাফোর্ট ও প্রচার কর্মকর্তা রিচার্ড গেটসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রবিরোধী অভিযোগের পর প্রচারণা উপদেষ্টা জর্জ পাপাডোপোলাসের বিরুদ্ধে অভিযোগ আনলো বরার্ট মুয়েলারের তদন্ত দল। দায়িত্বপ্রাপ্ত বিশেষ কৌসুলি মুয়েলার সোমবার এ অভিযোগ উত্থাপন করেন।

রুশ আতাঁতের বিষয়ে ট্রাম্পের প্রচারণা উপদেষ্টা জর্জ পাপাডোপোলাসের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা এফবিআই’কে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ আনা হয়েছে। বলা হয়, নির্বাচনের আগে রুশ কর্তৃপক্ষের সাথে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে নেতিবাচক তথ্য প্রকাশের ব্যাপারে আলোচনা করেছিলেন পাপাডোপোলাস। একই দিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, অর্থপাচার, মিথ্যা ও বিভ্রান্তিকর বিবৃতি দেয়াসহ ১২টি অভিযোগ আনা হয় ট্রাম্পের নির্বাচনী প্রচারণা প্রধান পল ম্যানাফোর্ট ও প্রচার কর্মকর্তা রিচার্ড গেটসের বিরুদ্ধে। এরপরই অভিযুক্তরা এফবিআই’র কাছে আত্মসমর্পণ করেন।

যমুনা অনলাইন/এইচকেএফ

Exit mobile version