Site icon Jamuna Television

ছাত্রী ধর্ষণকারী শিক্ষক গ্রেফতার

বরিশাল ব্যুরো

বরগুনায় গাইড বই দেয়ার কথা বলে ডেকে নিয়ে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণকারী মাদ্রাসা শিক্ষক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

গতকাল বুধবার মধ্যরাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার মেজর আরেফিন জানান, গেল ২০ জানুয়ারি বরগুনা সদরের কেওড়াবুনিয়া সাহেবের হাওলা রাফেজিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রীকে গাইড বই দেয়ার কথা বলে মাদ্রাসার পিছনের একটি ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে একই মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম।

এঘটনায় সাইফুলকে প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন নির্যাতিতা ছাত্রীর পরিবার। ঘটনার পর থেকেই পলাতক ছিলো সাইফুল।

গোপন খবরের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টার দিকে বরিশালের বাকেরগঞ্জে অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেফতার করা হয়। তাকে বরগুনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

Exit mobile version