Site icon Jamuna Television

মাদরাসায় প্রথম শহীদ মিনার, প্রথম প্রভাতফেরি

বগুড়া ব্যুরো:

বগুড়ার ৯৪ বছর পুরোনো সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসায় এবারই প্রথম শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষার্থী-শিক্ষকরা।

শিক্ষার্থীদের ব্যতিক্রমে উদ্যোগে নির্মিত শহীদ মিনারে বৃহস্পতিবার সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাদরাসাটির শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা।

মাদরাসার শিক্ষার্থীরা জানান, ১৯৮৬ সালে প্রাচীন মাদরাসাটি সরকারিকরণ হলেও এখানে কখনোই শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেয়া হয় নি। তাই বুধবার মাদরাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা মিলে বাঁশ-কাপড়-সুতা আর রঙ ব্যবহার করে এখানে নির্মাণ করেন অস্থায়ী শহীদ মিনার।

বৃহস্পতিবার সকালে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির ইতিহাসে প্রথমবারের মতো প্রভাতফেরি করে এই অস্থায়ী শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। এরপর একে একে মাদরাসার কর্মকর্তা-কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাদরাসার ইতিহাসে নির্মিত প্রথম এই শহীদ মিনারে।

পরে অনার্স ভবন হলরুমে ভাষা দিবসের বিশেষ আলোচনার আয়োজন করা হয়।

Exit mobile version