Site icon Jamuna Television

চকবাজারে ড. কামাল হোসেন: দায়ীদের চিহ্নিত করার আহ্বান

চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে মূল কারণ এবং দায়ীদের চিহ্নিত করতে সঠিকভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক নেতা ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার রাতে চকবাজারের দুর্ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে এ আহ্বান জানান তিনি। বলেন, নিমতলীর অগ্নিকাণ্ডের পরও সেখান থেকে পাওয়া সুপারিশ কেন বাস্তবায়িত হলো না তাও খুঁজে দেখা প্রয়োজন।

এর আগে বিকালে এক বিবৃতিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান তিনি।

এদিকে রাজধানীর চকবাজারে আগুনের ঘটনায় বহু মানুষের হতাহত হওয়ায় যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Exit mobile version