Site icon Jamuna Television

২২ জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি

চকবাজারের চুরিহাট্টায় আগুনে নিহত ৬৭ জনে মধ্যে ২২ জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। তাদের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেলের মর্গে।

এদিকে, ঘটনাস্থলের ঝুঁকিপূর্ণ ভবনগুলো ধসে পরার শঙ্কায় সতর্ক পাহারায় আছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। চকবাজারের মতো অগ্নিকাণ্ড, আর যেন না ঘটে, সেজন্য আবাসিক এলাকা থেকে কেমিক্যাল কারখানা বা গোডাউন সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গতরাতেই আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যান স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক। এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version