Site icon Jamuna Television

ঢাকা মেডিকেলে চিকিৎসকদের বিক্ষোভ; বহির্বিভাগ বন্ধ

নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে অবস্থান নিয়েছেন ইন্টান চিকিৎসকরা। সেখানে তারা বিক্ষোভও করছেন।

সকাল ১০টার দিক থেকে রোগী দেখার টিকিট বিক্রিও বন্ধ করে দিয়েছেন তারা। এতে দুর্ভোগে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসা শত শত রোগী। এর আগে গত রোববার এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সাথে চিকিৎসকেদর হাতাহাতি হয়। এসময় দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়। প্রতিবাদে ঐ দিন কয়েকঘণ্টা জরুরি সেবা বন্ধ করে দিয়েছিলো চিকিৎসক-কর্মচারীরা।

Exit mobile version