Site icon Jamuna Television

ত্রাণের প্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধের ঘোষণা ভেনেজুয়েলার

ভেনেজুয়েলায় বিদেশি ত্রাণের প্রবেশ ঠেকাতে প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত বন্ধের ঘোষণা দিলেন, দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

এক টেলিভিশন অনুষ্ঠানে ঘোষণা দেন, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত থেকে বন্ধ হতে পারে ব্রাজিল ও কলম্বিয়ার সাথে সীমান্ত। এসময়, দেশের অভ্যন্তরীন খাদ্য ও মানবিক সংকটের কথা অস্বীকার করেন তিনি। তিনি বলেন, ত্রাণ সহযোগিতার বিষয়টি পুরোপুরি যুক্তরাষ্ট্রের সাজানো নাটক। মূলতঃ লাতিন দেশটির ওপর আগ্রাসনের সবধরণের চেষ্টা চালাচ্ছে মার্কিন প্রশাসন।

এদিকে, স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো আগেই হুঁশিয়ার করেছেন, যেকোন মূল্যে ২৩ ফেব্রুয়ারি থেকে ভেনেজুয়েলায় ঢুকবে বিদেশি ত্রাণ সহায়তা। তিনি বলেন, তার দলীয় নেতা-সমর্থকরা প্রয়োজনে সব বাঁধা উপেক্ষা করে, সংগ্রহ করবে ওষুধ ও খাবারের মতো মৌলিক সাহায্যগুলো।

Exit mobile version