Site icon Jamuna Television

মুসলিম প্রচার কর্মী নিয়োগ দিলেন বার্নি স্যান্ডার্স

এক মুসলিম মানবাধিকার কর্মীকে প্রচার দলের অগ্রভাবে রেখেছেন সম্ভাব্য মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর বার্নি স্যান্ডার্স।

মঙ্গলবার প্রচার ব্যবস্থাপক হিসেবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) জাতীয় রাজনৈতিক পরিচালক ফাইজ শাকিরের নাম ঘোষণা করেছেন তিনি।

এসিএলইউতে যোগ দেয়ার আগে তখনকার সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হ্যারি রেইডের জ্যেষ্ঠ উপদেষ্টা ছিলেন শাকির।

ওয়াশিংটন ভিত্তিক উদারপন্থী থিংক ট্যাংক আমেরিকান প্রোগ্রেস সেন্টারেও সাত বছর কর্মরত ছিলেন এই মুসলিম মানবাধিকার কর্মী।

মুসলিম বিদ্বেষী প্রচারের বিরুদ্ধেও সক্রিয় ছিলেন তিনি। ২০১৬ সালে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পাওয়ার লড়াইয়ে হিলারি ক্লিনটনের কাছে হেরে যান তিনি। তবে আগামী ২০২০ সালের নির্বাচনে প্রার্থীদের ভিড়ে তিনিও যোগ দিয়েছেন।

Exit mobile version