Site icon Jamuna Television

কাশ্মীরিদের সুরক্ষা নিশ্চিত করতে হবে রাজ্য ও কেন্দ্র সরকারকে

সম্প্রতি কাশ্মীরে ভারতীয় সেনাদের উপর হামলার ঘটনার পর ভারতের বিভিন্ন জায়গায় উগ্রপন্থীদের দ্বারা কাশ্মীরিদের উপর হামলার ঘটনায় আহত হয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক কাশ্মীরি নাগরিক।

এসব হিংসাত্মক ঘটনায় এবার কাশ্মীরি নাগরিকদের সুরক্ষা দিতে দেশের দশটি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে বিশেষ নির্দেশ দিল ভারতীয় সুপ্রিম কোর্ট।

কাশ্মীরিদের নিরাপত্তা চেয়ে ভারতীয় আদালতে আইনজীবী তারিক আবীদের এক মামলার প্রেক্ষিতে এই রায় প্রদান করে আদালত।

মামলায় বিভিন্ন জায়গায় কাশ্মীরিদের উপর হামলার ঘটনার পাশাপাশি কাশীরিদের বয়কট করা নিয়ে মেঘালয়ের রাজ্যপাল যা বলেছেন সেটিও যুক্ত করা হয়েছে।

রায়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন গণপিটুনি আটকাতে যে সমস্ত পুলিশ কর্মকর্তা কে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছিল কাশ্মীরিদের উপর আক্রমণ ঠেকানোর দায়িত্বও তাদের উপর বর্তাবে।

পাশাপাশি সুপ্রিম কোর্ট স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে নোডাল আফিসারদের নাম ও মোবাইল নম্বর সব রাজ্যের নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে।

Exit mobile version