Site icon Jamuna Television

হাসনাত শোয়েব’র ‘দ্য রেইনি সিজন’ বইমেলায়

অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ তে আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে হাসনাত শোয়েবের ‘দ্য রেইনি সিজন’।’ ৪৪ পৃষ্ঠা বইটি পাওয়া যাবে ২১ নং প্যাভিলিয়নে। মূল্য ১৫০ টাকা।

‘দ্য রেইনি সিজন’ মূলত কবিতার বই। ২৮ টি কবিতা রয়েছে। প্রত্যেকটি কবিতা তিনটি অংশে বিভক্ত। বাইবেলের হলি ট্রিনিটির ভাবনা থেকে এই কবিতাগুলো লেখা। প্রতিটি আলাদা অংশ শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলেছে এবং একটা গল্প বলতে চেয়েছে। তবে কবিতা যতই এগিয়েছে ধীরে ধীরে অংশগুলোর বিচ্ছিন্নতা বেড়েছে। যেটা ক্রমশ আমাদের কেন্দ্র থেকে সরে যাওয়াকে ইঙ্গিত করেছে।

লেখক হাসনাত শোয়েব আগামী ভাবনা নিয়ে বলেন, আপাতাত উরুগুয়েন লেখক এদোয়ার্দো গালিয়ানোর ‘সকার ইন সান এন্ড শ্যাডো’ নামে একটি বইয়ের অনুবাদ নিয়ে কাজ করছি। সামনে এটিকেই বই আকারে আনার ইচ্ছা আছে।

লেখক হাসনাত শোয়েব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে স্নাতোকত্তর করেন।

প্রকাশিত বই :
সূর্যাস্তগামী মাছ (কবিতা)
ব্রায়ান অ্যাডামস ও মারমেইড বিষ্যুদবার (কবিতা)
শেফালি কি জানে (না কবিতা, না গল্প, না উপন্যাস)
ক্ল্যাপস ক্ল্যাপস (কবিতা)

সম্পাদিত কাগজ: ডাকঘর, ডাক

পুরস্কার: ‘শেফালি কি জানে’বইয়ের জন্য পচিশ্চবঙ্গ থেকে ‘ঐহিক সৃজন সম্মান-২০১৯’ লাভ।

Exit mobile version