Site icon Jamuna Television

জুয়েল মাজহারের ‘নির্বাচিত কবিতা’ বইমেলায়

বেহুলা বাংলা থেকে প্রকাশিত হয়েছে কবি জুয়েল মাজহারের ‘নির্বাচিত কবিতা’। ১৪৩ পৃষ্ঠার বইটি গ্রন্থমেলায় ১২৩ ও ১২৪ নং স্টলে পাওয়া যাবে। মূল্য ২৭০। প্রচ্ছদ করেছেন বিধান সাহা।

লেখক জুয়েল মাজহার নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার গড়াডোবা ইউনিয়নভুক্ত সাখড়া গ্রামে ১৯৬২ সালের ২০ জানুয়ারি গ্রহণ করেন। পিতা মুকদম আলী, মা বেগম নূরজাহান (সরু)। দুজনই প্রয়াত। বিবাহিত। বন্ধু শিরিন সুলতানা ও পুত্র অর্ক মাজহারের সঙ্গে থাকেন ঢাকায়। বর্তমান পেশা সাংবাদিকতা। কৈশোরে নিরুদ্দেশযাত্রা। দীর্ঘ ভবঘুরে জীবন। যৌবনের একটা বড় অংশ কেটেছে বৃহত্তর সিলেটের পাহাড়ে। বিশেষত হবিগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে। মার্কসবাদী। ঘৃণা করেন ধনবৈষম্য, জাতিবৈর, সকল প্রকারের মানসিক অন্ধতা। ঘৃণা করেন পৃথিবীকে খণ্ডক্ষুদ্র করে দেওয়া সীমান্ত নামের ‘খাটালের বেড়া’।

জুয়েল মাজহার লেখেন মূলত কবিতা। কালেভদ্রে সাহিত্যশিল্প বিষয়ে গদ্যও লেখেন। বিচিত্র বিষয়ে প্রচুর অনুবাদও করেন। ইংরেজি থেকে বাংলায় আর বাংলা থেকে ইংরেজিতে।

প্রকাশিত কবিতাবই:

দর্জিঘরে একরাত:
প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০০৩, আগামী প্রকাশনী, ঢাকা।
দ্বিতীয় সংস্করণ ফেব্রুয়ারি ২০১৪, প্রকাশক শুদ্ধস্বর, ঢাকা।

মেগাস্থিনিসের হাসি:
প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০০৯, বাংলা একাডেমি বইমেলা। বাঙলায়ন প্রকাশনী, ঢাকা।
দ্বিতীয় সংস্করণ: ফেব্রুয়ারি ২০১৫। বাংলা একাডেমি বইমেলা। প্রকাশকশুদ্ধস্বর, ঢাকা।

দিওয়ানা জিকির:
ফেব্রুয়ারি ২০১৩। বাংলা একাডেমি বইমেলা। প্রকাশক শুদ্ধস্বর, ঢাকা।

প্রকাশিতব্য:
জুয়েল মাজহারের নির্বাচিত কবিতা ; (বাংলা একাডেমি বইমেলা, ফেব্রুয়ারি ২০১৯)।বেহুলাবাঙলা প্রকাশন

প্রকাশিত অনুবাদগ্রন্থ:
১. কবিতার ট্রান্সট্রোমার
(টোমাস ট্রান্সট্রোমারের বাছাই করা কবিতার অনুবাদ সংকলন), প্রকাশক শুদ্ধস্বর; বাংলা একাডেমীর ফেব্রুয়ারি বইমেলা,২০১২। এটি নতুন রূপে প্রকাশ করছে বেহুলাবাঙলা (বাংলা একাডেমি বইমেলা, ফেব্রুয়ারি ২০১৯)।
২.
দূরের হাওয়া, ২০০ বিশ্বকবিতার অনুবাদগ্রন্থ। প্রকাশক চৈতন্য প্রকাশন, সিলেট। বাংলা একাডেমি ফেব্রুয়ারি বইমেলা, ২০১৬।

Exit mobile version